টাইম ম্যানেজমেন্ট এর সুপার ৩টি ফর্মুলা by mhltechbd

 



1. রাতে শোয়ার সময় আগামীকাল কি করবো তা পরিকল্পনা করে নেওয়া । 

2. এবং রাতে শুয়ে চিন্তা করা যে সারাদিন কি কি কাজ করেছি এর মধ্যে প্রয়োজনীয় কাজ কোনগুলো এবং অপ্রয়োজনীয় কাজ কোনগুলো তা শনাক্ত করা। এবং যেন কাজগুলো আগামীকাল যেন না করি সেই দিনগুলো খেয়াল রাখা। 

3. টাইম ব্লকিং। টাইম ব্লগিং বলতে বোঝায় যেসব কাজটি যে সময় করবেন তা নির্ধারিত করে একটি চার্ট তৈরি করা 

এই তিনটি কাজ যদি আপনি বরাবর প্রতিদিন করতে পারেন এই নিয়মে তাহলে আপনার সফলতা নিশ্চিত ইনশাআল্লাহ 

অতিরিক্ত কিছু টিপস 

আপনি যদি মুসলিম হন তবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। আরো ভালো হয় যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন এবং আল্লাহর কাছে চাইতে পারেন। 

আল্লাহপাক বলেছেন বান্দা তুমি আমার কাছ থেকে চাও আমি তোমাকে দেব আমার ভান্ডারে কমতে নেই। 

v